আমি আজকে এই আর্টিকেলে আপনাদের পরিচিয় করিয়ে দিবো ৫টি সেরা অনলাইন লার্নিং প্লাটফর্মের সাথে। যেখান থেকে আপনারা সেরা শিক্ষকদের সাথে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক বিষয়ে শিক্ষা লাভ করতে পারবেন। আর্টিকেলের একদম শেষে আপনাদের জন্য এই ৫টি সাইট ছাড়াও আরো অনেক গুলো স্পেশালাইজড প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিবো।
প্রথমেই জেনে নিন বাংলাদেশের সেরা অনলাইন লার্নিং প্লাটফর্ম সম্পর্কেঃ
১। MSB Academy (https://www.msbacademy.com/)
MSB Academy বর্তমানে বাংলাদেশের সেরা একটি অনলাইন লার্নিং প্লাটফর্ম। এটি ২০১৮সালে যাত্রা শুরু করে এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
২। Coursera (https://www.coursera.org)
৩। edX(https://www.edx.org)
কোর্সেরার পরেই যদি কোন অনলাইন লার্নিং প্লাটফর্ম নিয়ে কথা বলতে হয় তবে সেটা হচ্ছে edX, যেখানে MIST এবং Harvard এর মত ১৪০ এর বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০০+ অনলাইন কোর্স করার সুযোগ রয়েছে। MIST এবং Harvard এর প্রতিষ্ঠিত এই প্লাটফর্মে বর্তমানে ২০ মিলিয়নের বেশি শিক্ষার্থী রয়েছে। কোর্সেরার মত এখানেও রয়েছে সার্টিফিকেট ও ডিগ্রীর ব্যাবস্থা।
৪। Khan Academy(https://www.khanacademy.org)
২০০৬ সালে প্রতিষ্ঠিত খান একাডেমি একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশী বংশোদ্ভুত সালমান খান খান একাডেমি প্রতিষ্ঠা করেন। খান একডামি বিভিন্ন প্রশিক্ষণমূলক ভিডিও তৈরি করে থাকে যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমের বাইরেও তাদের শেখার গতি অব্যাহত রাখতে পারে।
৫। BTC Academy ( https://btcacademys.com/)
BTC Academy হলো এটি একটি অনলাইন লার্নিং প্লাইর্ফম , এটি ২০২১ সালের লাস্টের দিকে লঞ্চ হয়। এটির ক্রিয়েটর এডভোকেট ইমতিয়াজ ইসলাম । মূলত এই প্লাটফর্মটি Law, VAT, Income Tax, এই কোর্সগুলি এখানেই পাওয়া জায় । BTC Academy বাংলাদেশের প্রথম Law Traning সেন্টার । এখানে আপনি আইনি বিষয়ক যাবতিও কোর্স এবং সার্ভিস পেয়ে থাকবেন ।