শেয়ার ব্যবসা করতে হলে প্রথমেই একটি ব্যাংক হিসেবের প্রয়োজন হবে। সেটি সঞ্চয়ী অথবা চলিত যেকোনো একটি হলে হবে। এরপর সেই ব্যাংক হিসেবের বিপরিত CDBL (সেন্ট্রাল ডিপোজিটরি বাংলা লিমিটেড) এর অধীনে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) আকাউন্ট খুলতে হবে। বিও একাউন্ট খোলার জন্য বিভিন্ন অনুমোদিত ব্রোকার হাউজ বা মার্চেন্ট ব্যাংক রয়েছে। আপনার পছন্দমতো ভালো ব্রোকার হাইজ বা মার্চেন্ট ব্যাংকে গিয়ে এই বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিও অ্যাকাউন্ট খোলার জন্য যেসব তথ্য লাগবে তা হলোঃ
- নিদিষ্ট ফরম পূরণ;
- জাতীয় পরিচয়পত্রের কপি;
- ৩ কপি পাসপোর্ট সাইজ ফটো;
- নমিনের ফটো;
- হিসাব খোলার জন্য দুই থেকে পাঁচ হাজার টাকা লাগতে পারে।
বিও হিসাব খোলার পর আপনি শেয়ার ব্যবসা শুরু করতে পারেন। আপনার শেয়ার চেবাকেনা বিও অ্যাকাউন্টের মাধ্যমেই হবে। আপনি যে কোম্পানির শেয়ার কেনাবেচা করতে চান তা আপনার ব্রোকারকে অনুরোধ জানানো মাত্র তা কিনে আপনার হিসাবে জমা করবে এবং সেখান থেকে আপনার নির্দেশ মোতাবেক বিক্রি করবে। ব্যাংকের অ্যাকাউন্টের মতো শেয়ার বিক্রির হিসাব নিকাশ বা স্টেটমেন্ট ব্রোকার হাউজ আপনাকে দেবে। বেচাকেনার জন্য নির্ধারিত হারে তারা কমিশন কেটে নিবে।
আরো পড়ুনঃ